সাংবাদিকতায় টিকে থাকতে প্রযুক্তিগত শিক্ষার বিকল্প নেই: কাজী আবুল মনসুর
সিআরএফ সদস্যদের ভিডিও এডিটিং কোর্সের সনদ বিতরন সম্পন্ন
চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সভাপতি বিশিষ্ট সাংবাদিক কাজী আবুল মনসুর বলেছেন, প্রযুক্তিগত শিক্ষা ছাড়া সামনের দিনগুলোতে সাংবাদিকতা অসম্ভব। এখন বাংলাদেশে যে সাংবাদিকতা চর্চা চলছে তা আন্তর্জাতিক মানের না। কোন মতে কপি পেষ্ট করে দিলেই হলো। ফলে এখানে অনুসন্ধানী রিপোর্ট নেই। সাংবাদিকদের শেখার ইচ্ছেও নেই। তিনি বলেন, বর্তমানে সারা বিশ্বের সাংবাদিকতা চলছে ডিজিটাল পদ্ধতিতে। এ পদ্ধতির মাধ্যমে সাংবাদিকতা করতে হলে সবাইকে সাংবাদিকতা সংশ্লিষ্ট ডিজিটাল কোর্সগুলো করতে হবে। রবিবার চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সদস্যদের ভিডিও এডিটিং কোর্সের সনদ বিতরনকালে তিনি এসব কথা বলেন।
ফোরামের সাধারন সম্পাদক সিনিয়র সাংবাদিক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আইটি ক্যারিয়ার সল্যুশনের এমডি নজরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ও লেখক সজল কান্তি চৌধুরী, সিনিয়র সাংবাদিক কামরুল হুদা, সিনিয়র সাংবাদিক মোহন মিন্টু, ফোরামের তথ্য প্রযুক্তি সম্পাদক গিয়াসউদ্দিন, দফতর সম্পাদক হাসান মুরাদ প্রমূখ। কোর্স সম্পন্ন করার পর অনুভুতি ব্যক্ত করেন,সাংবাদিক এম আর মিলন, হেলাল উদ্দিন,সাইফুদ্দিন রমিজ,গোলাম সরওয়ার,ইব্রাহিম খলিল, আবদুস সাত্তার, তৈয়ব চৌধুরী, জুনায়েদ হোসেন,মোঃ বাবর,শহিদুল ইসলাম, নুরুল আলম চৌধুরী,রুমেন চৌধুরী প্রমুখ।
ফোরামের সভাপতি কাজী আবুল মনসুর আরও বলেন, সামনে যে ডিজিটাল যুগ আসছে তার সাথে যদি আমরা তাল মেলাতে না পারি তাহলে কোনভাবে সামনে এগুনো সম্ভব না। ভিডিও এডিটিং কোর্সটি ফোরামের উদ্যোগে একটি প্রাথমিক পদক্ষেপ। এর পর সাইবার সিকিউরিটি ও গ্রাফিক ডিজাইন কোর্স শীঘ্রই হাতে নেয়া হবে। তিনি অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, যারা সাড়া দিয়েছেন তারা ভবিষ্যতে সফল হবেন। তবে সবার চর্চা থাকতে হবে।
সনদ নেয়ার পর সাংবাদিকরা তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, সাংবাদিকদের জন্য এ ধরনের উদ্যোগ সচরাচর নেয়া হয় না। গতানুিগতিক যেসব কোর্স করা হয় তাতে কিছু শেখা যায় না। তারা বলেন, দীর্ঘদিন ধরে এ ধরনের একটি ডিজিটাল প্রশিক্ষণ কোর্সের প্রয়োজনীয়তা অনূভব করে আসছি। চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম সে সুযোগ করে দিয়েছে। এটি একটি উন্নতমানের কোর্স হয়েছে উল্লেখ করে তারা বলেন, প্রশিক্ষক নজরুল ইসলাম একজন অসাধারণ প্রশিক্ষক। তিনি যেভাবে প্রত্যেক সাংবাদিককে নিজস্ব লেপটপের মাধ্যমে এটি শিখিয়েছেন যা বলাবাহুল্য। আগামীতে এ ধরনের আরও উদ্যোগ নেয়ার জন্য তারা ফোরাম নেতৃবৃন্দের কাছে অনুরোধ রাখেন।
উল্লেখ্য চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম ও আইটি ক্যারিয়ার সল্যুশন যৌথভাবে সপ্তাহব্যাপী সাংবাদিকদের এ প্রশিক্ষণের আয়োজন করেছে।##

